বাবর আজমের ক্যারিয়ারে এখন বসন্ত। ব্যাট হাতে মাঠে নামলেই রানের বন্যা বইয়ে দিচ্ছেন। দলও পাচ্ছে সাফল্য। গতকাল রবিবার নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে পাকিস্তান হেরে গেলেও সিরিজ আগেই নিশ্চিত হয়েছে। আর ব্যক্তিগত রেকর্ড সমৃদ্ধ হয়েছে বাবর আজমের। ১০০ ওয়ানডে শেষে রান এবং সেঞ্চুরির সংখ্যায় সবার চেয়ে এগিয়ে আছেন পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়ক।
নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজ খেলার পথেই দ্রুততম ৫ হাজার রানের বিশ্বরেকর্ড গড়েন বাবর। এতে তার লেগেছিল ৯৯ ইনিংস। সেই রেকর্ড গড়ার পর ড্রেসিংরুমে বাবরকে ‘৫০০০’ লেখা জার্সি উপহার দেওয়া হয়। গতকাল শেষ ম্যাচে ৫ বলে ১ রান করে আউট হলেও বাবরের রেকর্ড আগেই হয়ে গেছে। ১০০ ওয়ানডেতে সবচেয়ে বেশি ৫০৮৯ রান এখন বাবরের। সবচেয়ে বেশি ১৮টি সেঞ্চুরির রেকর্ডও এখন তার। বাকিরা তার চেয়ে অনেক পিছিয়ে আছেন।