ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় প্রস্তুতি সভা করেছে সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। সোমবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবীরের জানান, যে কোনো দুর্যোগ এলেই সাতক্ষীরা উপকূলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে। আগামী ১৩ থেকে ১৫ মে’র মধ্যে উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় আঘাত হানার সম্ভাবনা রয়েছে। সে কারণে আগে-ভাগেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।
জেলার আশাশুনি, শ্যামনগর ও কালিগঞ্জ এই তিনটি উপকূলীয় উপজেলায় ইউএনওদের আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করতে বলা হয়েছে। দুর্যোগের পূর্বাভাস আসামাত্রই বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে আনতে উপকূলীয় নদীতে নৌকা, ট্রলার প্রস্তুত রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া মাইকিং করে উপকূলবাসীকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হবে। আশ্রয়কেন্দ্র ছাড়াও স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে বলে জানান তিনি।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।