নাইজেরিয়ায় পৃথক সশস্ত্র হামলায় ১৪ জন নিহত হয়েছে। এছাড়া অপহরণ করা হয়েছে অন্তত ৬০ ব্যক্তিকে। খবর রয়টার্সের।
প্রথম হামলাটি রোববার (২৪ সেপ্টেম্বর) দেশটির উত্তর-পশ্চিম জামফারা রাজ্যে ঘটে। এর মাত্র ২ দিন আগে একটি বিশ্ববিদ্যালয় থেকে এক ডজন শিক্ষার্থীকে অপহরণ করা হয়।
অন্যদিকে, দেশের উত্তর-পূর্বআঞ্চলে একটি সামরিক কনভয়ে অতর্কিত হামলা চালিয়েছে সশস্ত্র ইসলামপন্থী বিদ্রোহীরা। এতে প্রাণ হারিয়েছে ২ সেনা সদস্যসহ চারজন বেসামরিক নাগরিক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলাকারীরা এ সময় পাঁচটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং একটি ট্রাকে করে পালিয়ে যায়।
স্থনীয় বাসিন্দারা বলছেন, রোববার ভোরে বন্দুকধারীরা জামফারার একটি গ্রামীণ সম্প্রদায়ের সেনা ঘাঁটিতে আক্রমণ চালায়। তবে সেসময় তাদের প্রতিহত করা হয়। রাজ্যটি মূলত ডাকাতি, অপহরণসহ নানা অপ্রাধ্মূলক কর্মকাণ্ডের জন্য কুখ্যাত।