আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগে দুইটি অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে টাইগাররা। আর ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল।
ইতোমধ্যেই অংশগ্রহণকারী দেশগুলো অবস্থান করছে ভারতে। মূল আসর শুরুর আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার লক্ষ্যে অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে প্রতিটি দল।
বাংলাদেশের পাশাপাশি বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দেশই দুইটি করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ হিসেবে তারা এই ম্যাচগুলোতে মাঠে নামবে। বিশ্বকাপের আগে ৪ দিনে মোট ১০ টি প্রস্তুতি ম্যাচের আয়োজন করবে আইসিসি। ভারতের তিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।
সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। কয়েকটি ম্যাচ সরাসরি সম্প্রচারিতও হবে টিভিতে। গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে ৫ অক্টোবর শুরু হবে এবারের বিশ্বকাপের মূল আসর।
তারিখ | ম্যাচ | ভেন্যু |
২৯ সেপ্টেম্বর | বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা | গৌহাটি |
২৯ সেপ্টেম্বর | দক্ষিণ আফ্রিকা বনান আফগানিস্তান | থ্রিবান্দাম |
২৯ সেপ্টেম্বর | নিউজিল্যান্ড বনাম পাকিস্তান | হায়দরাবাদ |
৩০ সেপ্টেম্বর | ভারত বনাম ইংল্যান্ড | গৌহাটি |
৩০ সেপ্টেম্বর | অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ডস | থ্রিবান্দাম |
২ অক্টোবর | ইংল্যান্ড বনাম বাংলাদেশ | গৌহাটি |
২ অক্টোবর | নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা | থ্রিবান্দাম |
৩ অক্টোবর | আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা | গৌহাটি |
৩ অক্টোবর | পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া | হায়দরাবাদ |
৩ অক্টোবর | ভারত বনাম নেদারল্যান্ডস | থ্রিবান্দাম |