নানা নাটকীয়তার পর তামিমকে বাদ দিয়েই মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর ক্রিকেটপ্রেমীরা মানতে পারছেন না তামিমবিহীন বিশ্বকাপ স্কোয়াড।
অনেকেই ধারণা করছে, ষড়যন্ত্র করেই তামিমকে দল থেকে বাদ দেয়া হয়েছে। আর গত সোমবার রাত থেকেই সাকিব-তামিম ইস্যুতে চলছে আলোচনা-সমালোচনা। কেউ নিয়েছেন সাকিবের পক্ষ, কেউবা তামিমের।
এরপর তামিমের মন্তব্যকে ছেলেমানুষি উল্লেখ করেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব। দেশের একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, রোহিত শর্মা ৭ থেকে ওপেনিংয়ে এসে ১০ হাজার রান করে ফেলছে। তো আপনি ওপেনিং থেকে তিনে বা চারে খেললে সমস্যা কী? এটা আসলে বাচ্চা মানুষি। যে আমার ব্যাট, আমিই খেলব।
তবে সাকিব-তামিমের কাউকে সমর্থন না করে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন ঢালিউডের জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর।
পোস্টে অভিনেতা লেখেন, ‘আমাদের এমন কেউ কি নেই, যে এই দুইজনকে একত্র করে এক টেবিলে বসিয়ে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেবে? কারণ একটা কথা তো আমরা সবাই জানি, যত বাড়বে বিভক্তি ততই কমবে শক্তি। আমাদের সব চাইতে সম্মান করা বিষয়টা হচ্ছে আমাদের দেশ, আমাদের পতাকা, এখানে তামিম-সাকিব আর টিম ম্যানেজমেন্ট বড় না। সবার উপরে দেশ জন্মভূমি, নেতৃত্ব আর ভালোবাসা। সেক্রিফাইস থাকলে সবই সম্ভব। উদাহরণ আমাদের বিজয় ১৯৭১।’
এর আগে এ বিষয়ে চিত্রনায়ক ওমর সানী ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি ফেসবুকে লেখেন, ‘আপনারা যারা নির্বাচক আপনাদের খেলা আমি দেখেছি। স্টেডিয়ামে বসে বলুন আর টিভির পর্দায় বলুন। ভীষণ পুরুষত্ব ফুটে উঠত, আজকে এমন কি হলো কাপুরুষের মতো ঘোষণা করতে হবে তামিম ইকবাল বাংলাদেশ টিমেই নেই, মানলাম একজন সুপারস্টারের কথায় এই সিদ্ধান্ত নিয়েছেন।’