বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় দেশের সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
শনিবার রাতেও দফায় দফায় মুষলধারে বৃষ্টি হয়েছে পটুয়াখালীর কলাপাড়ায়। এছাড়া সাগরের জোয়ারে পানির উচ্চতা বাড়ায় বেড়েছে ঢেউয়ের উচ্চতা।
এ কারণে গত দু’দিন ধরে মাছ শিকার বন্ধ করে উপকূলে ফিরে আসতে শুরু করেছেন জেলেরা। এরমধ্যে মৎস্য বন্দর আলিপুর ও মহিপুর বন্দরে কয়েকশ’ ট্রলার আশ্রয় নিয়েছে।
এছাড়া যে সকল মাছধরা ট্রলার হিরন পয়েন্টসহ দুই-তিনশ’ কিলোমিটার দূরে সাগরে মাছ শিকারে গিয়েছিল সেসব ট্রলারও সুন্দরবন ও বিভিন্ন চরে আশ্রয় নিয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থান করছে।