হিলি প্রতিনিধি
২০২৩- ২০২৪ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় দিনাজপুরের হিলিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (২ অক্টোবর ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসের সম্মেলন কক্ষে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়। হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়ের সভাপতিত্বে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহীন।
এসময় অন্যান্যদের মধ্যে,উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মেজবাহুর রহমানসহ কৃষকেরাসহ অনেকে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম জানান, এ উপজেলায় ৩০ জন কৃষকে প্রত্যকে মাঝে বিঘা প্রতি মাসকলাই বীজ ৫ কেজি, ডিএপি ১০ কেজি ও এমওপি৫ কেজি সার প্রদান করা হয়েছে। পৌরসভা এলাকার ৮ জন,আলীহাট ইউনিয়নের ১২ জন,বোয়ালদাড় ইউনিয়নে ৫ জন ও খট্রামাধবপাড়া ইউনিয়নে ৫ জন কৃষকের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়েছে। পরবর্তী সময়ে গ্রীষ্মকালীন পেঁয়াজ (নাবী) এর বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে।