পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল-হিলালে যোগা দেয়ার পর কিছুদিন ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি নেইমার জুনিয়র। এরপর হিলালের হয়ে মাঠে নেমে নিজের সেরাটা দিতে পারছিলেন না ব্রাজিলিয়ান এই তারকা। এরপর নেইমারকে নিয়ে শুরু হয় নানা সমালোচনা। এবার সেই সমালোচকদের মুখ বন্ধ করলেন তিনি। মঙ্গলবার (৩ অক্টোবর) এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল-হিলালের হয়ে প্রথম গোলের দেখা পেলেন নেইমার। সঙ্গে তার দলও জিতেছে সহজেই। সাবেক পিএসজি তারকার দুর্দান্ত গোলে এফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ৩-০ ব্যবধানের বড় জয় পেয়েছে সৌদি ক্লাবটি।
মঙ্গলবার (৩ অক্টোবর) ইরানের ক্লাব নাসাজি মাজান্দারানের মাঠে তাদের মুখোমুখি হয় আল হিলাল। ম্যাচের ৫৮ মিনিটে আল হিলালের জার্সিতে নিজের প্রথম গোলের দেখা পান নেইমার। তারকা এই ফুটবলার ছাড়াও ম্যাচে গোল পেয়েছেন আলেকজান্ডার মিত্রোভিচ ও সালেহ আল-শেহরি।
ম্যাচের প্রথম গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আল হিলালকে। ১৮ মিনিটে মোহাম্মদ আল বুরায়েকের বাড়ানো বলে জাল খুঁজে নেন মিত্রোভিচ। ম্যাচের ৫৮ মিনিটে চমক দেখান নেইমার। নাসের আল দাওয়াসারির সঙ্গে দারুণ এক বোঝাপড়ায় ডি-বক্সে ঢুকে পড়েন নেইমার। এরপর বাম পায়ে দুর্দান্ত শট নেন নেইমার, যা ফেরানোর সাধ্য ছিল না প্রতিপক্ষ গোলরক্ষকের। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত তৃতীয় মিনিটে আল হিলালের পক্ষে শেষ গোলটি করেন সালেহ আল-শেহরি।