দেশের ফুটবলে লজ্জাজনক ও কলঙ্কময় ইতিহাস এঁটে দেয়া পাঁচ ফুটবলারকে বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াডে রাখেনি বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরা। ভয়াবহ মাদককাণ্ডের ঘটনা বাদ দেয়া হয়েছে তাদের। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন।
সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাজী সালাউদ্দিন জানালেন, এবার হয়তো এই ৫ ফুটবলারের জাতীয় দলের দরজাও বন্ধ হতে যাচ্ছে।
মালদ্বীপ থেকে খেলে ফেরার পথে ব্যাগ ভর্তি মদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েন বসুন্ধরা কিংসের পাঁচ ফুটবলার তপু বর্মন, আনিসুর রহমান জিকো, তৌহিদুল আলম সবুজ, শেখ মোরসালিন ও রিমন হোসেন। তাদের লাগেজ থেকে ৬৪ বোতল মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের সাময়িক নিষিদ্ধ করে বসুন্ধরা কিংস। এই ৫ ফুটবলারের বিরুদ্ধে অধিকতর তদন্ত চলমান।
বুধবার (৪ অক্টোবর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবনে অনুষ্ঠিত হলো ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নিয়মিত সভা। সেখানে অনির্ধারিতভাবেই আলোচনায় ওঠে পাঁচ ফুটবলারের মদ নিয়ে আসার প্রসঙ্গ।
তিনি বলেন, ‘ভাবতেও পারছি না যে তারা এমন কাণ্ড করতে পারে। আমি মনে করি, তাদের জাতীয় দলে নেওয়া উচিত নয়। কোচের সঙ্গেও কথা হয়েছে। তিনিও সম্ভবত দলে নিচ্ছেন না এই ৫ ফুটবলারকে।’