শনিবার এক অনুষ্ঠানে তিনি বলেন, সরকারের সময় শেষ, বিদায় হও। এদিক ওদিক করে লাভ নেই। এখন আওয়ামী লীগের বিদায়ের সময়।
সরকারের সময় শেষ হয়ে গেছে – এমন মন্তব্য করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে মন্তব্য করে ফখরুল বলেন, মার্কিন প্রশাসন র্যাবের ওপর স্যাংশন দিয়েছে। ভিসা নিষেধাজ্ঞা ভয়ে উন্মাদ হয়ে আবোল তাবোল বকাঝকা শুরু করেছেন।
তবে স্যাংশন বা ভিসা নিষেধাজ্ঞার দিকে তাকিয়ে না থেকে নিজের অধিকার আদায়ে প্রস্তুত হওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব।
সুষ্ঠু ভোট অনুষ্ঠানে কমিশনের ঘাটতি থাকবে না: সিইসিসুষ্ঠু ভোট অনুষ্ঠানে কমিশনের ঘাটতি থাকবে না: সিইসি
তিনি বলেন, নিজেদের সবকিছু নিজেদেরই আদায় করতে হবে। এখন থেকে তাই তাই করতে হবে, যা করলে শেখ হাসিনা বাধ্য হয়ে ক্ষমতা ছেড়ে চলে যান।
তিনি বলেনসময় শেষ, বিদায় হও: ফখরুল, শেখ হাসিনার অধীনে নির্বাচন হয় না, তার বড় প্রমাণ ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন।