প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা সদর বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে আঃ রাজ্জাক(ছাতা) ও সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক(রাজ) (উড়োজাহাজ) পদে নির্বাচিত হয়েছেন। শনিবার(৭অক্টোবর) রাত ৯টার দিকে প্রধান নির্বাচন কমিশনার রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়াদ্দী বাপ্পি এ ফলাফল ঘোষনা করেন। এসময় রাজারহাট সদর ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক, চাকিরপশার ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এর আগে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায় ভোট কেন্দ্র পরিদর্শন করেন। ওইদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে উপজেলা সদর বণিক সমিতির কার্যালয় কেন্দ্রে ৬৮৬জন ভোটারের মধ্যে ৬৭৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। পাশাপাশি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে রাজারহাট থানা পুলিশ ও উপজেলা প্রশাসন কঠোর নিরাপত্তা বজায় রাখেন।
নির্বাচনে সভাপতি পদে আব্দুর রাজ্জাক(ছাতা) প্রতীকে ৪১২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মীর্জা সাইফুল্লাহ আহম্মেদ (হাতি) পেয়েছেন ২৩৯ ভোট এবং সাধারণ সম্পাদক পদে আব্দুর রাজ্জাক(উড়োজাহাজ) প্রতীকে ৩০৮ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আব্বাছ আলী(মটরসাইকেল) পেয়েছেন ১৭৩ভোট।
এছাড়া সহ-সভাপতি পদে নাজমুল হুদা নাজু(আম), শফিকুল ইসলাম বুলু মন্ডল(মাছ) ও মিজানুর রহমান বুলবুল(টেলিফোন); সহ-সাধারন সম্পাদক পদে শফিউল আলম অপু (টিউবওয়েল) ও শ্রীবাস চন্দ্র (কলস); সাংগঠনিক সম্পাদক পদে চাঁন্দ মিয়া(ফ্যান) ও শাহাদাৎ হোসেন লাল(মোবাইল); দপ্তর সম্পাদক পদে এরশাদুল হক (গোলাপ ফুল), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে জাকির হোসেন (ব্যাট), প্রচার সম্পাদক পদে আব্দুর রফিক মন্ডল (মাইক) প্রতীকে নির্বাচিত হয়েছেন।
এছাড়া বিনা প্রতিদ্বন্ধীয় নির্বাচিত হয়েছেন কোষাধ্যক্ষ পদে শেখ আলমগীর হোসেন, আইন বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট শফিকুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদ পদে আসাদুজ্জামান, কার্যকরী সদস্য পদে আলকাছ আলী, শহিদুল ইসলাম নয়ন, মাইদুল ইসলাম, রানা মিয়া, আশরাফুল হক ও শরিফুল হক।
প্রধান নির্বাচন কমিশন রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি নির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন ।
উল্লেখ্য, দীর্ঘ ১৫ বছর পরে রাজারহাট উপজেলা সদর বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন হওয়ায় ভোটারদের মাঝে উৎফুল্ল্য দেখা যায়। সেই সাথে নির্বাচনী আমেজে প্রার্থীদের লাগানো পোস্টার ব্যানার ও লিফলেটে ছেঁয়ে যায় পুরো বাজার।#