ফরিদপুর জেলা প্রতিনিধি-
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় আনোয়ারা মান্নান বেগ কলেজের একাদশ শ্রিণির নবাগত ৪৪ জন শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়েছে।
সোমবার(৯ অক্টোবর) শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে। নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় পুরো ক্যাম্পাসে।
এছাড়াও নবীন বরণ উপলক্ষে আগত নতুন শিক্ষার্থীদের পদচারণায় সকাল থেকেই মুখরিত ছিল পুরো ক্যাম্পাস। সবাই মেতে ওঠেন হাসি আনন্দ আড্ডা উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।
জানা যায় আজ থেকেই আনোয়ারা মান্নান বেগ কলেজের যাত্রা শুরু হয়,।প্রথম দিনেই ফিতা কেটে উদ্বোধন করেন কলেজের প্রতিষ্ঠাতা মহাসিন বেগের মা আনোয়ারা বেগম।
আনোয়ারা মান্নান বেগ কলেজে নবাগত শিক্ষার্থীদের বরণের আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ মোঃমহসিন বেগ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাফেজ মোঃকাওসার,সামসুল হক বেগ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ান মোঃ জাহাঙ্গীর সহ আরো অনেকেই।
সার্বিক ত্ত্বাবধানে ছিলেন আনোয়ার মান্নান বেগ কলেজের অধ্যক্ষ ইসরাত জাহান।