বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-আফগানিস্তান। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে এক প্রকার উড়িয়ে দিয়ে আসরে শুভসূচনা করে ভারত। অন্যদিকে, বাংলাদেশের কাছে শোচনীয় হারে বিশ্বকাপ শুরু হয় আফগানদের। ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে ভারতের মোকাবিলা করছে আফগানরা।
আজ বুধবার (১১ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহীদি।
টসে জিতে ব্যাটিং নেওয়া প্রসঙ্গে শহীদি বলেন, ‘পিচের অবস্থা দারুণ। আগে ব্যাট করে স্কোরবোর্ডে ভালো রান তুলতে পারলে তা ডিফেন্ড করার মতো বোলিং আমাদের আছে। ব্যাট হাতে আমরা নিজেদের সেরাটাই দেওয়ার চেষ্টা করব।’
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘টসে জিতলেও আমি চাইতাম পরে ব্যাটিং নিতে। আমাদের লক্ষ্য ভালো বোলিং করা। আগের ম্যাচের জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। বিরাট ও রাহুল দারুণ ব্যাটিং করেছে।’
আফগানিস্তান অপরিবর্তিত একাদশ নিয়ে নামলেও ভারতীয় দলে এসেছে এক পরিবর্তন। রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় একাদশে এসেছেন শার্দুল ঠাকুর।