গাইবান্ধা জেলা প্রতিনিধি:
সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে ধর্মীয় বড় উৎসব শারদীয় দুর্গাপূজা আর মাত্র ৯ দিন পর আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে । এ বছর গাইবান্ধার ৭টি উপজেলায় ৬৩৯ মন্ডপে দুর্গাপূজা উদযাপন হবে।
জেলার সুন্দরগঞ্জ, গাইবান্ধা সদর, পলাশবাড়ী, গোবিন্দগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা ও সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন এলাকায় দেখা যায় মালাকারগণ মূর্তি তৈরির কাজে ব্যস্ত সময় পার করছে। গাইবান্ধা সদর উপজেলায় ১০১টি, সাদুল্লাপুর উপজেলায় ১০৮টি, পলাশবাড়ী উপজেলায় ৬২টি, সুন্দরগঞ্জ উপজেলায় ১৪৭টি, গোবিন্দগঞ্জ উপজেলায় ১৩৭টি, ফুলছড়ি উপজেলায় ১৬টি ও সাঘাটা উপজেলায় ৬৮টি মন্ডপে পূজা উদযাপন করবেন সনাতন ধর্মাবলম্বীরা।
গাইবান্ধায় শান্তিপূর্ণভাবে পূজা উৎসব উদযাপন করার লক্ষ্যে চার স্তরের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। সুষ্ঠু ও নির্বিঘেœ পূজা উদযাপন করার লক্ষ্যে প্রতিটি মন্ডপে গ্রাম পুলিশসহ পুলিশ, আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবে। একই সাথে এলিট ফোর্স র্যাবও টহল দেবে। এ নিয়ে প্রতিটি উপজেলায় একাধিকবার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধা জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি রনজিত বকশি সূর্য বলেন, ৫ দিনব্যাপী দুর্গাপূজা আগামী ২০ অক্টোবর থেকে শুরু হবে এবং ২৪ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে। গাইবান্ধা জেলা পুলিশ সুপার মো. কামাল হোসেন বলেন, শান্তিপূর্ণভাবে পূজা স¤পন্ন করতে কঠোর নজরদারি রাখা হবে। যদি কেউ পূজার সময় নৈরাজ্য ও ঝামেলার সৃষ্টি করে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল বলেন, শান্তিপূর্ণভাবে পূজা উৎসব উদযাপনের লক্ষ্যে জেলায় সকল ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে।