নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে সংকট হওয়ার মতো কিছু না থাকলেও ‘স্বার্থান্বেষী’ মহল সমস্যা তৈরি করছে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
বৃহস্পতিবার বৃহস্পতিবার ডিএমপির সদরদপ্তরের সম্মেলন কক্ষে বিভিন্ন বাজার কমিটির প্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে বিশেষ সভায় তিনি এ মন্তব্য করেন।
ডিএমপি কমিশনার বলেন, বাজারে সংকট হওয়ার মত কিছু নেই। সমন্বয়ের অভাবে কিছু কিছু স্বার্থান্বেষী মহল এ ধরনের সমস্যা তৈরি করছে।
উৎপাদনকারী, ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে সমন্বয়হীনতা রয়েছে বলে মনে করেন হাবিবুর রহমান।
তিনি বলেন, ‘বাজার নিয়ন্ত্রণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। যাতে কোনো সিন্ডিকেট বাজার অস্থিতিশীল করতে না পারে।
‘ব্যবসায়ীদের যেমন রসিদ সংগ্রহ করতে হবে, তেমনি ভোক্তারা যদি চায় সে রসিদ দেখতে পারে। এভাবে একযোগে কাজ করে আমরা নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে চাই।’
বাংলাদেশ কৃষি প্রধান দেশ এবং এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের ম্যাজিক দেখাচ্ছেন বলে মন্তব্য করেন ডিএমপি কমিশনার।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বাজারের বিষয়ে খোঁজখবর করেন। বাজার পরিস্থিতি ঠিক আছে কি না জিজ্ঞেস করেন।’
তবে আগের মতো রাস্তায় পণ্যবাহী গাড়িতে চাঁদাবাজির দৃশ্য এখন আর দেখা যায় না জানান হাবিবুর রহমান। তিনি বলেন, তারপরও কেউ অভিযোগ করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশে মূল্যস্ফীতি কমবে, প্রবৃদ্ধি ছয় শতাংশবাংলাদেশে মূল্যস্ফীতি কমবে, প্রবৃদ্ধি ছয় শতাংশ
ডিএমপি কমিশনার বলেন, বাংলাদেশের অবস্থা এখন অন্যান্য অনেক দেশের চেয়ে ভাল অবস্থায় আছে।
সোশ্যাল মিডিয়ার অপপ্রচার হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, অনেকে গুজব সৃষ্টি করে দেশের বাজারে অস্থিতিশীল অবস্থা তৈরি করছে। এ বিষয়ে সতর্ক থাকতে হবে।
যে কোনো অপ-তৎপরতা রুখে দিতে পুলিশ কাজ করবে জানিয়ে হাবিবুর রহমান বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জনগণের পাশে সব সময় থাকবে পুলিশ।