হিলি প্রতিনিধি
আমদানি বৃদ্ধি পাওয়ায় দুই দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে কমলো ১০ টাকা। কম দামে পেঁয়াজ কিনতে পেয়ে খুশি সাধারণ ক্রেতারা। দূর্গাপুজার ছুটির আগে বন্দর দিয়ে পর্যাপ্ত পরিমান পেঁয়াজ আমদানি হচ্ছে। আরও আমদানি বৃদ্ধি পেলে পেঁয়াজের দাম কমে আসবে বলে আশা করছেন পেঁয়াজ ব্যবসায়ীরা।
আজ শুক্রবার (১৩ অক্টোবর) হিলি বাজার ঘুরে দেখা গেছে,গত দুই দিন আগে ৫৬ থেকে ৫৭ টাকা পাইকারি ভাবে ভারতীয় পেঁয়াজ ক্রয় করে খুচরা বাজারে ৬০ টাকায় বিক্রি হয়েছে। আজ সেই পেঁয়াজ ৪৭ থেকে ৪৮ টাকায় ক্রয় করে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
হিলি পাইকারী পেঁয়াজ বিক্রেতা আবু তাহের বলেন, কদিন আগে পেঁয়াজের বাজার যা ছিল তা থেকে এখন কেজিতে প্রায় ১০ টাকা মত কমে আসছে। কারণ হিসেবে তিনি বলেন,কদিন আগে দেশের বিভিন্ন স্থানে প্রচুর বৃষ্টিপাত হয়েছিল ফলে কাঁচামাল পেঁয়াজ আমদানি কিছুটা কমেছিল কিন্তু এখন প্রচুর পরিমাণে ভারত থেকে পেঁয়াজ আমদানি হচ্ছে। ফলে দামি কিছুটা কমেছে।
হিলি বাজারের খুচরা পেঁয়াজ বিক্রেতা মোকারম হোসেন বলেন,আমদানি বৃদ্ধি পাওয়ায় পাইকারী বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করছে। দুই দিন আগে ৬০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করছি। আমরাও কম দামে কিনতে পারলে কম দামেই বিক্রিয় করে থাকি।
হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা ফরহাদ বলেন গত সপ্তাহের তুলনায় এখন কিছুটা পেঁয়াজের দাম কমেছে।আজকে পেঁয়াজ কিনলাম ৫০ টাকা কেজিতে দরে। পেঁয়াজের দাম ২৬ থেকে ৪০ টাকা কেজির মধ্যে থাকলে আমাদের জন্য ভালো হতো।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। তবে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে পেঁয়াজের আমদানি খানিকটা বেড়েছে। গত শনিবার (৭ অক্টোবর) ৫২ গাড়িতে ১ হাজার ৫ শ মেট্রিক টন, রোববার ৪২ গাড়ীতে ১২৪১ মেট্রিক টন , সোমবার ৩৮ গাড়ীতে ১১৪৯ মেট্রিক টন, মঙ্গলবার ৪০ গাড়িতে ১১৮১ মেট্রিক টন,বুধবার ৪৯ গাড়ীতে ১১৫৮মেট্রিক টন, বৃহস্পতিবার ৬১ গাড়ীতে ১৮২৩ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। পেঁয়াজ যেহেতু কাঁচা পণ্য,কাস্টমসের প্রক্রিয়া শেষে দ্রত যেন খালাস করে দেশের বাজার ধরতে পারে সেজন্য বন্দর কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা করে রেখেছে।