আমদাবাদে রোহিত শর্মাদের কাছে দাঁড়াতেই পারেননি বাবর আজ়মেরা। অথচ একটা সময় ভাল জায়গায় ছিল পাকিস্তান। হঠাৎ করে বদলে যায় খেলার ছবি।
আমদাবাদে ভারতের কাছে ৭ উইকেটে হেরেছে পাকিস্তান। রোহিত শর্মাদের কাছে দাঁড়াতেই পারেননি বাবর আজ়মেরা। অথচ একটা সময় ভাল জায়গায় ছিলেন বাবরেরা। হঠাৎ করে বদলে যায় খেলার ছবি। ম্যাচ হেরে যাওয়ার পরেও ঘোর কাটছে না বাবরের। পাকিস্তানের অধিনায়ক বুঝতেই পারছেন না কী ভাবে ম্যাচ হেরে গেলেন তাঁরা।
খেলা শেষে বাবর বলেন, ‘‘আমরা শুরুটা ভাল করেছিলাম। আমার ও ইমামের মধ্যে জুটি ভাল হচ্ছিল। পরে আমি ও রিজওয়ান স্বাভাবিক ক্রিকেট খেলার চেষ্টা করছিলাম। কিন্তু হঠাৎ করেই ইনিংসে ধস নামল। আমরা বড় রান করতে পারলাম না। কী ভাবে হেরে গেলাম সেটাই বুঝতে পারছি না।’’
বাবর জানিয়েছেন, তাঁরা ২৮০-২৯০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করছিলেন। কিন্তু পর পর উইকেট পরে যাওয়ায় খেই হারিয়ে যায়। পাক অধিনায়ক বলেন, ‘‘আমাদের লক্ষ্য ছিল ২৮০-২৯০ রান। কিন্তু মাঝের ওভারে পর পর উইকেট পড়ে গেল। কোনও জুটি হল না। তাই বড় রান করতে পারলাম না। সেটাই কাল হল।’’
১৯১ রানে অল আউট হয়ে যাওয়ার পরেও লড়াইয়ের আশা করেছিলেন বাবর। কিন্তু নতুন বলে দলের পেসারেরা হতাশ করেছে তাঁকে। পাশাপাশি ভারত অধিনায়ক রোহিতের ইনিংসের প্রশংসা করেছেন বাবর। তিনি বলেন, ‘‘নতুন বলে আমরা ভাল করতে পারিনি। রোহিত যে ভাবে ব্যাট করেছে তা অসাধারণ। প্রথম ১০ ওভারেই ও আমাদের হাত থেকে খেলা নিয়ে চলে গিয়েছে। আর ফিরতে পারিনি আমরা।