ভূমিকম্পের প্রাণহানির শোক না কাটতেই আবার আফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১৫ অক্টোবর) সকালে দেশটির হেরাত প্রদেশে এই ভূমিকম্প অনুভূত হয়। তবে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর বিবিসির।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, হেরাত প্রদেশের রাজধানী শহর থেকে ৩০ কিলোমিটার পশ্চিমাঞ্চলে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পটির গভীরতা ছিল ৬ দশমিক ৩ কিমি (চার মাইল)।
এর আগে গত ৭ অক্টোবর হেরাতে ছয় দশমিক তিন মাত্রার একটি ভূমিকম্প ও আটটি শক্তিশালী ভূমিকম্প পরবর্তী কম্পন অনুভূত হয়। এই ঘটনায় অসংখ্য বাড়িঘর ধ্বংস হয় এবং দুই হাজারেরও বেশি মানুষ নিহত হন। আহত হন শতশত মানুষ।