ইউরো বাছাইয়ে রীতিমতো উড়ছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। গোলের পর গোল করে যাচ্ছেন ৩৮ বছর বয়সী এই ফুটবলার। ‘জে’ গ্রুপের বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে গোল উৎসব করেছে পর্তুগাল। জোড়া গোল করে যার নেতৃত্ব দিয়েছেন রোনালদো।
সোমবার (১৬ অক্টোবর) দিনগত রাতে বসনিয়া ও হার্জেগোভিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে রোনালদোর দল। ছেলেদের আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা রোনালদোর জাতীয় দলের হয়ে গোলসংখ্যা ১২৭টি। চলতি বাছাইয়ে সাত ম্যাচে তার গোল নয়টি।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় পর্তুগাল। বক্সে বসনিয়ার ডিফেন্ডার আদ্রিয়ান বারিসিচের হাতে বল লাগলে পেনাল্টি পায় পর্তুগাল। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি রোনালদো। এই গোলে ১-০ ব্যবধানে লিড নেয় পর্তুগাল। এরপর দ্বিতীয় গোল পেতেও খুব বেশি সময় লাগেনি পর্তুগালের। ম্যাচের ১৯তম মিনিটে গোলের সুযোগ নষ্ট করেন ফের্নান্দেস। পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। এবার ফেলিক্সের বাড়ানো বল থেকে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চিপ করে বল জালে পাঠান তিনি।
তৃতীয় গোলের জন্য পর্তুগালের অপেক্ষা মাত্র পাঁচ মিনিটের। ম্যাচের ২৫তম মিনিটে দারুণ গোলে ব্যবধান বাড়ান ফার্নান্দেজ। দারুণ এক শটে জাল খুঁজে নেন ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার।
এরপর ম্যাচের ৩২তম মিনিটে দলকে চতুর্থ গোল এনে দেন কানসেলো। বক্সের মাথা থেকে জোরাল শটে লক্ষ্যভেদ করেন বার্সেলোনার এই ডিফেন্ডার।
চতুর্থ গোলের পর পঞ্চম গোলের দেখাও পায় পর্তুগাল। ম্যাচের ৪১তম মিনিটে সতীর্থের পাস বক্সের ভেতর পেয়ে স্কোরলাইন ৫-০ করেন ফেলিক্স। ৫-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় পর্তুগাল।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার কমে যায় পর্তুগালের। রক্ষণেও বেশ দৃঢ়তা দেখায় বসনিয়া। বাকি সময়ে আর তেমন কোনো আক্রমণ না হওয়ায় ৫-০ গোলের জয় নিয়েই মাঠে ছাড়ে রোনালদোর দল।
এই জয়ে পয়েন্ট টেবিলে পর্তুগালের অবস্থান আরও মজবুত হলো। আট ম্যাচের সবগুলোতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে তারা। পর্তুগাল আগেই চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে। তারপরও প্রতিপক্ষকে ছাড় দিচ্ছে না রোনালদোরা।