ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির সাফল্য বা জনপ্রিয়তা শুধু ক্রিকেট মাঠেই নয়, মাঠের বাইরেও তিনি সুপারহিট। উপার্জনের দিক থেকেও অন্যান্য খেলোয়াড়দের থেকে এগিয়ে বিরাট। তবে অনুষ্কা শর্মাও উপার্জনের দিক থেকে উপরের দিকে রয়েছেন। এই তারকা দম্পতির সম্পত্তির পরিমাণও চোখে পড়ার মতো।তবে বিরাটের মোট সম্পদ অনুষ্কার পাঁচগুণেরও বেশি।
রিপোর্ট অনুযায়ী বিসিসিআই থেকে প্রতিবছর বিরাট কোহলি বেতন পান ২১ কোটি টাকা। প্রতিবছর আইপিএল থেকে বেতন পান কুড়ি কোটি টাকা। টেস্ট ম্যাচে প্রতিদিন খেলার জন্য পান ৮০ লক্ষ টাকা। অপরদিকে অনুষ্কা শর্মার আয়ের উৎস সিনেমা প্রযোজনা ব্যবসা এবং বিজ্ঞাপন। সিনেমা প্রতি আঠারো থেকে কুড়ি কোটি টাকা পারিশ্রমিক নেন অভিনেত্রী। সব মিলিয়ে অনুষ্কার বছরে ১৫ কোটি টাকা আয় করেন। লাইফ স্টাইল এশিয়ার রিপোর্ট অনুসারে অনুষ্কার মোট সম্পদের পরিমাণ আনুমানিক ৩০০ কোটি টাকা।
অভিনয়ে নামার ৯ বছর পর ব্যবসার সঙ্গে যুক্ত হন অনুষ্কা। ২০১৭ সালে জামাকাপড় বিক্রির সংস্থা প্রতিষ্ঠা করেন তিনি।জানা যায়, এই সংস্থার মোট সম্পদ ৭০ কোটি টাকা।
এই তারকা দম্পতি মুম্বইয়ের ওরলিতে ওমকার ১৯৭৩ নামের একটি তিন টাওয়ার কমপ্লেক্সে থাকেন বিরাট এবং অনুষ্কা।মুম্বইয়ের এই ফ্ল্যাটটি থেকে সমুদ্রের মনোরম দৃশ্য দেখা যায়।৭,১৭১ বর্গফুটের এই ফ্ল্যাটটি কিনতে ৩৪ কোটি টাকা খরচ করেছেন বিরাট এবং অনুষ্কা।মুম্বইয়ের অধিকাংশ প্রভাবশালী ব্যক্তি আলিবাগ এলাকায় বিলাসবহুল আবাসন কিনে রেখেছেন। বিরাট এবং অনুষ্কাও তার ব্যতিক্রম নন।গুরুগ্রামে একটি বহুমূল্য বাংলো কিনেছেন বিরাট এবং অনুষ্কা। ১০ হাজার বর্গফুটের এই বাংলোর বাজারমূল্য ৮০ কোটি টাকা।