মোঃ আব্দুস সালাম চিরিরবন্দর ( দিনাজপুর ) প্রতিনিধি :
দিনাজপুরের চিরিরবন্দরে পুকুরের পানিতে ডুবে রাইয়ান ইসলাম রসিম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে ।
শনিবার (২১ অক্টোবর) সকালে মামার সঙ্গে পুকুরে মাছ ধরার সময় অসাবধানতাবশত চোখের আড়ালে তলিয়ে গিয়ে মারা যায় শিশুটি।
শিশু রাইয়ান ইসলাম রসিম চিরিরবন্দরের কৃষ্ণনগর মুন্সিপাড়ার খাদেমুল ইসলামের ছেলে। ২ বছর বয়স থেকে চিরিরবন্দরের ৪ নম্বর ইসবপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামে নানার বাড়িতে থাকত।
স্থানীয়রা জানান, শনিবার সকালে মামার সঙ্গে পাশ্ববর্তী পুকুরে মাছ ধরতে গিয়েছিল। মামার ধরা কিছু মাছ বাড়িতে পৌঁছে দিয়ে আবারও সে পুকুর পাড়ে যায়। মামার অগচোরে কোনো এক সময়ে পুকুরে পড়ে তলিয়ে যায় সে।
পরে মাছ ধরার সময় পুকুরের কিনারে ভেসে উঠা মাথার অংশ দেখতে পায় মামা। তখনি তাকে উদ্ধার করে স্বজনরা চিরিরবন্দরের স্বাস্হ্য কেন্দ্র নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ বজলুর রশিদ জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। কারো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ তুলে দেওয়া হয়েছে।