২০ বছর পরে অবশেষে আইসিসি প্রতিযোগিতায় নিউ জ়িল্যান্ডকে হারাল ভারত। রোহিত শর্মাদের দলের হয়ে জয়ের প্রধান দুই নায়ক মহম্মদ শামি ও বিরাট কোহলি। এ বারের বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই ৫ উইকেট নিলেন শামি। ফলে ড্যারিল মিচেলের শতরানের পরেও ৩০০ করতে পারল না নিউ জ়িল্যান্ড। পরে রান তাড়া করতে নেমে এক সময় ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। সেখান থেকে দলকে টেনে তুললেন কোহলি। আরও এক বার তিনি দেখালেন কেন তাঁকে ‘চেজ়মাস্টার’ বলা হয়। তিনি যখন ৯৫ রান করে আউট হয়ে মাঠ ছাড়লেন তখন ভারত প্রায় জিতে গিয়েছে। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতল ভারত। অন্য দিকে চার ম্যাচ জেতার পরে বিশ্বকাপের প্রথম ম্যাচ হারল নিউ জ়িল্যান্ড।
টস জিতে ধর্মশালার উইকেটে প্রথমে নিউ জ়িল্যান্ডকে ব্যাট করতে পাঠান রোহিত। তাঁর সিদ্ধান্ত কাজেও লাগে। রান পাননি নিউ জ়িল্যান্ডের দুই ওপেনার ডেভন কনওয়ে ও উইল ইয়ং। শূন্য রানের মাথায় কনওয়েকে আউট করেন যশপ্রীত বুমরা। ভাল ক্যাচ ধরেন শ্রেয়স আয়ার। ইয়ংকে ফেরান শামি। এ বারের বিশ্বকাপের প্রথম ম্যাচের প্রথম বলে উইকেট নেন তিনি। পরের ওভারেই নিজের দ্বিতীয় উইকেট পেতে পারতেন শামি। তাঁর বলে রাচিন রবীন্দ্রের সহজ ক্যাচ ছাড়েন রবীন্দ্র জাডেজা। অন্য সময় চোখ বন্ধ করে সেই ক্যাচ ধরতে পারতেন তিনি।
তৃতীয় উইকেটে ভাল জুটি গড়েন রবিন্দ্র ও মিচেল। তাঁদের সাহায্য করে ভারতের ফিল্ডিং। বেশ কয়েকটি বল গলে। ফলে রান তোলার গতি বাড়ে নিউ জ়িল্যান্ডের। ভারতের স্পিনার কুলদীপ যাদবকে নিশানা করেন কিউয়ি ব্যাটারেরা। তাঁকে থিতু হতে দেননি তাঁরা। প্রথম ওভার থেকেই আক্রমণাত্মক শট খেলেন। কুলদীপ রান দেওয়ায় কিছুটা চাপে পড়ে যান রোহিত। দুই ব্যাটারই অর্ধশতরান করেন।
শতরানের দিকে এগোচ্ছিলেন তাঁরা। সেই সময়ই আবার শামির হাতে বল তুলে দেন রোহিত। দ্বিতীয় স্পেলে রবীন্দ্রকে ৭৫ রানে আউট করে নিউ জ়িল্যান্ডকে ধাক্কা দেন শামি। দুই ব্যাটারের মধ্যে ১৫৯ রানের জুটি হয়। কিন্তু সেখান থেকেই শুরু হয় নিউ জ়িল্যান্ডের সমস্যা। পরের ব্যাটারেরা তেমন জুটি বাঁধতে পারেননি। এক দিকে মিচেল শতরান করলেও অন্য দিক থেকে সাহায্য পাননি তিনি। বাকিদের মধ্যে কেবল গ্লেন ফিলিপ্স ২৩ রান করেন। বাকিরা কেউ দু’অঙ্কে যেতে পারেননি।
দ্বিতীয় স্পেলে বিধ্বংসী বল করেন শামি। এক ওভারে মিচেল স্যান্টনার ও ম্যাচ হেনরিকে আউট করেন তিনি। ১৩০ রানের মাথায় মিচেলও শামির বলে আউট হন। বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমে ৫ উইকেট নিয়ে নির্বাচকদের বড় বার্তা দিলেন শামি। পরের ম্যাচগুলিতে কি বাংলার বোলারকে বসানোর ঝুঁকি নিতে পারবে ভারত! শেষ পর্যন্ত ৫০ ওভারে ২৭৩ রানে অল আউট হয়ে যায় নিউ জ়িল্যান্ড।