উজ্জ্বল রায়.নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন দোয়া মল্লিকপুর গ্রামের ভ্যানচালকের বাকপ্রতিবন্ধী ১৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে একই গ্রামের মৃত শাহজাহান শেখ এর ছেলে মিটু শেখ( ৫০) কে আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন।
গত (২৬ অক্টোবর) বৃহস্পতিবার সকালে এই ধর্ষণের ঘটনা ঘটে । ওই ধর্ষিতা শিশুর বাবা সাংবাদিকদের জানান, উপজেলার দোয়া মল্লিকপুর গ্রামের মুদি দোকান্দার মিটু তার বাক প্রতিবন্ধি শিশু মেয়েকে পানির কলস নিয়ে দেওয়ার কথা বলে হাত ধরে টেনে নিয়ে যায় দোকানের সাথে পরিত্যক্ত বাড়ির পাশে নিয়ে তার শিশু মেয়েকে তাকে ধর্ষণ করে।
আমার মেয়ে কে কান্না করতে দেখে তার কাছে কি হয়েছে জানতে চাইলে সে ঘটনার কথা তাকে খুলে বলে।
এবিষয়ে ওই শিশুর ভাবি শিশুর মুখের কথা শুনে কি হয়েছে ধর্ষকের সাথে তা সাংবাদিকদের জানিয়ে দেন।
এরপর লোহাগড়া থানায় ফোন করে জানালে এসআই সুকুর,ও এসআই সৈয়দ আলী অভিযুক্ত মিটু শেখকে আটক করে থানায় নিয়ে আসে।
এরপর ওই শিশুকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছে।
পরবর্তীতে মেডিকেলের জন্য ওই শিশুকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
এবিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নাসির উদ্দীন জানান
অভিযুক্ত মিটু শেখকে আটক করা হয়েছে, এবং মামলার প্রস্তুতি চলছে।