দলীয় ৩ রানেই প্রথম উইকেট হারিয়েছিল ডাচরা। এবার এক রান ব্যবধানে আবারও উইকেট বিলিয়ে দিয়েছে তারা। তাসকিনের পর নেদারল্যান্ডস শিবিরে আঘাত এনেছেন শরিফুল।
১৪/২, ওভার : ৪
ফুললেংথের বলটি কিছুটা ঘুরিয়ে হাঁকাতে চেয়েছিলেন বিক্রমজিত সিং। তাতে ফাঁদে পড়েন লিডিং-এজে। এতে মিড-অফে সহজ ক্যাচ নেন সাকিব। ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে প্রথম উইকেট পেল বাংলাদেশ। ফিরেই উইকেট পেয়ে চোখেমুখে বেশ স্বস্তি এ পেসারের।
ঘুরে দাঁড়ানোর এ ম্যাচে একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান। বাদ পড়েছেন নাসুম আহমেদ ও হাসান মাহমুদ। অন্যদিকে ডাচদের একাদশেও দুই পরিবর্তন এসেছে। তেজা নিদামানুরু ও রোলফ ফন ডার মারওয়ের পরিবর্তে একাদশে ফিরেছেন ওয়েসলি বারেসি ও শারিজ আহমেদ।
বাংলাদেশ একাদশ : লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ।
নেদারল্যান্ডস একাদশ : ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিত সিং, ওয়েসলি বারেসি, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটকিপার), বাস ডি লিডি, সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট, লোগান ফন বিক, শারিজ আহমেদ, আরিয়ান দত্ত ও পল ফন মিকেরেন।