নারায়নগঞ্জ প্রতিনিধি :
বিএনপির ডাকা টানা তিনদিনের অবরোধের প্রথম দিনে নারায়ণগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজারে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো এলাকা। এতে পুলিশসহ আহত হয়েছে অন্তত ২০ জন। গ্রেপ্তার করা হয়েছে দুইজনকে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পাঁচরুখী এলাকায় বিক্ষোভ করে কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের সমর্থিত নেতাকর্মীরা। তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে।
এসময় স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে আড়াইহাজার, রূপগঞ্জ থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করলে ফের সংঘর্ষ বাধে।
পুলিশকে লক্ষ্যে করে বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করে। এসময় অগ্নিসংযোগ করার পাশাপাশি তারা একাধিক যানবাহন ভাঙচুর করা হয়েছে।
পুলিশও তাদের ছত্রভঙ্গ করতে কয়েকশ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। ইটপাটকেলের আঘাতে আহত হন আড়াইহাজার থানার ও ওসি (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা, কনস্টেবল মতিন, মাছুমসহ বিএনপির ২০ নেতাকর্মী।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু বলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশের বেশ কয়েকজন সদস্যকে তারা আহত করেছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এখানে অনেকগুলো গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছিল। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এ সহিংসতার সাথে যারা জড়িত এবং যারা পুলিশের ওপর হামলা করেছে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এ কর্মকর্তা।