হিলি প্রতিনিধি :
“স্মার্ট যুব,সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে।
আজ বুধবার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র্যালী,আলোচনা সভাসহ যুব ঋণ বিতরণ করা হয়।
হাকিমপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,ভাইস চেয়ারম্যান মো: শাহীনুর রেজা,যুব উন্নয়ন অফিসার মো: আব্দুস সালাম,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাহুর রহমানসহ অনেকে।
যুব উন্নয়ন অফিসার জানান,আজকে ১৮ জন প্রশিক্ষিত যুবকের মাঝে ৪০ হাজার টাকা করে স্বল্প সুদে ঋণ বিতরণ করা হয়েছে।