মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনে নিখোঁজ দাবি করা জোৎস্না বেগমকে উদ্ধার করেছে র্যাব-৪। বৃহস্পতিবার (১ নভেম্বর) রাত ১০টার দিকে মিরপুর কালশী রোড সংলগ্ন রহমত ক্যাম্পের নিজ বাসায় তার সন্ধান পায় র্যাব।
শুরুতে কয়েকজনকে হত্যার, তারপর লাশ গুমের মতো গুরুতর অভিযোগ করে মিরপুরের আন্দোলনরত গার্মেন্টস শ্রমিকরা। যদিও এ দাবির পক্ষে কোন প্রমাণ দেখাতে পারেনি তারা।
মঙ্গলবার সকালে কর্মস্থলে সংঘর্ষের ঘটনায় তিনি আহত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফেরেন জোৎস্না বেগম। ঘটনার পর থেকে তাকে গুম করা হয়েছে বলে দাবি করেন আন্দোলনকারীরা।
র্যাব বলছে, এ ঘটনাকে কেন্দ্র করে একটি মহল গুজব ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছিল।