হিলি প্রতিনিধি :
দিনাজপুরের হাকিমপুর হিলিতে বাড়ির পার্শে উঠান (খলার) আগাছা কাটাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে চাচা ও তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় তিনজনকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (০২ নভেম্বর) সকালে উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের বোয়ালদাড় মুন্সীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে স্বামী আতিয়ার রহমান মুন্সি এবং সন্ধ্যা ৬ টার দিকে স্ত্রী জাহানারা বেগমের মৃত্যু হয়।
নিহত আতিয়ার মুন্সি (৭৩) একই গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে এবং নিহত জাহানারা বেগম (৬২) আতিয়ারের স্ত্রী।
নিহত আতিয়ার রহমান এর দুই ছেলে আজিদ হোসেন ও আজিজুর রহমান এবং দুই মেয়ে আরজেনা ও অবিজন হ্যাপি চারজন ঢাকা শহরে চাকুরির জন্য সেখানে অবস্থান করেন।
আটককৃতরা হলেন, চাচা লুৎফর রহমান মুন্সী (৭০) তার স্ত্রী মেহেনিগার (৬০) ও ছোট ভাই শহিদুল ইসলাম খাজেম( ৫৬) মুন্সি।
স্থানীয় ইউপি সদস্য মোতালেব হোসেন ও প্রত্যক্ষদর্শীরা বলেন, সকালে বাড়ির পাশের উঠান ( খলার) আগাছা পরিষ্কার করছিলেন আতিয়ার রহমান ও তার স্ত্রী জাহানারা বেগম। এসময় হঠাৎ উত্তেজিত হয়ে তার উপরে হামলা করেন চাচা লুৎফর রহমান মুন্সী ও তার পরিবারের সদস্যরা। এসময় মাথায় আঘাত পেয়ে গুরুতর জখম হোন আতিয়ার রহমান ও তার স্ত্রী জাহানারা বেগম।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আবু সায়েম বলেন, সকালে বোয়ালদাড় ইউনিয়নের মুন্সী পাড়া এলাকায় উঠান (খলার) আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। মারামারি ঘটনায় স্বামী ও স্ত্রী গুরুতর আহত হন। এসময় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন স্থানীয়রা। পরে অবস্থার অবনতি হলে তাদেরকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। চিকিৎসাধীন অবস্থায় আতিয়ার রহমান দুপুরে মৃত্যু বরন করেন এবং তার স্ত্রী জাহানারা বেগম সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। খবর পেয়ে সকালে আমি এবং ওসি তদন্ত জাহাঙ্গীর আলমসহ পুলিশের একটি চৌকস টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং রাতে আবার ও ঘটনাস্থল এসেছি।
তিনি আরো বলেন,এ ঘটনায় তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের প্রস্তুতি চলছে।