নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে নির্মাণাধীন একটি রিজার্ভ পানির ট্যাংকে পড়ে দুই শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। শহরের চরকমলাপুর সাব্বির খান সড়কে তাহফিজুর কোরআন মাদরাসার সামনে শনিবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত দুই শ্রমিক হলেন- শহরের শোভারামপুর এলাকার আকরামুজ্জামান বাবু মিয়া (৫৫) ও কানাইপুরের সাইম মুসল্লি (২৮)।
স্থানীয়রা জানান, জিএম ফারুক হাওলাদারের নির্মাণাধীন পানির ট্যাংকের মধ্যে কাজ করার জন্য শ্রমিক সাইম মুসল্লি টাংকের ভেতরে নামেন। এরপর সে উপরে উঠতে না পারায় ঠিকাদার আকরামুজ্জামান বাবুও ট্যাংকে নামেন।
এ সময় ওই দুইজন ওপরে না ওঠায় আরেক শ্রমিক রাসেলের চিৎকার শুরু করলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস ট্যাংক ভেঙে দুজনের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল সেখানে পৌঁছে লাশ উদ্ধার করে। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।