বিএএফ শাহীন কলেজের সামনে অবরোধ সমর্থনে গাড়ি ভাঙচুর করেছে আন্দোলনকারীরা। এ সময় তারা দুইটি প্রাইভেট কার ও তিনটি সিএনজি ভাঙচুর করে।
রোববার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মহাখালী রেলগেইট এলাকা থেকে অবরোধকারীদের একটা মিছিল শাহীনবাগ এলাকার বিএএফ শাহীন কলেজের সামনে এসে শেষ হয়। সেখানে তারা গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে। সেই সঙ্গে লাঠি দিয়ে দুটি ব্যক্তিগত গাড়ি ও ৩টি সিএনজির গ্লাস ভেঙ্গে মুহুর্তেই পালিয়ে যায়।
এ ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
