ভোলা প্রতিনিধি :
ভোলার চরফ্যাশনে সড়কে পাশে দাড়িয়ে থাকা চট্রগ্রামগামী যমুনা এক্সপ্রেস পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বাসটির বেশিরভাগ অংশই পুড়ে যায়।
শনিবার (৪ নভেম্বর) দিনগত রাত পৌনে ১২টার দিকে চরফ্যাশন বাস টার্মিনাল সংলগ্ন ভোলা-চরফ্যাশন আঞ্চলিক সড়কের উপর এ ঘটনা ঘটে।
খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন। তবে কিভাবে রাতে বাসে অগ্নিকা-ের ঘটনা ঘটিয়েছে তৎক্ষনিক জানা যায়নি। চরফ্যাশন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আসাদুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ মো. শাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, চট্রগ্রামগামী যমুনা এক্সপ্রেস নামের একটি যাত্রবাহি বাস চরফ্যাশন বাস টার্মিনালের পাশে সড়কে দাঁড়ানো ছিল। রাত পৌনে ১২টার দিকে কে বা কারা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিকা-ের রহস্য উদঘটনের চেষ্টা চলছে।