যাত্রীদের জন্য খুলে দেয়ার পর রোববার (৫ নভেম্বর) প্রথম বাণিজ্যিক ট্রিপে রাজধানীর মতিঝিলে মেট্রোরেল। উত্তরা থেকে সকাল সাড়ে ৭টায় মতিঝিলের উদ্দেশ্যে ছাড়ে মেট্রোরেল। ৭টা ৩৭ মিনিটে সেটি ছাড়ে পল্লবী থেকে। আর ৮টা ২ মিনিটে মতিঝিলে পৌঁছায়। মাত্র ৩২ মিনিটে উত্তরা থেকে মতিঝিল।
প্রতিদিন রাস্তাতেই ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে ফেলার যন্ত্রণা থেকে যেন মুক্তি পেলেন উত্তরা-মতিঝিলগামী যাত্রীরা। আর সেই যন্ত্রণা থেকে মুক্তির উচ্ছ্বাস-ই দেখা গেল তাদের মাঝে।
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেল, দ্রুতগতির মেট্রোট্রেন যাতায়াতের সময় অনেক কমিয়ে দিয়েছে। মতিঝিল থেকে ফার্মগেট যাতায়াতে সময় কমিয়েছে এক থেকে দেড় ঘণ্টা এবং মিরপুর-১০ গোলচত্বর যাতায়াতের সময় কমিয়েছে দেড় থেকে ২ ঘণ্টা।
মেট্রোরেলের যাত্রী কবির হোসেন বলেন, মিরপুর-১০ স্টেশন থেকে সকাল ১০টা ১ মিনিটে ট্রেন ছেড়ে ১০টা ১৯ মিনিটে সচিবালয় স্টেশনে থেমেছে। এতে মোট সময় লেগেছে মাত্র ১৮ মিনিট। আর ২০ মিনিটে পৌঁছানো যাবে মতিঝিল স্টেশনে।
ব্যাংক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বলেন, সার্ভিসটা অত্যন্ত সুন্দর। মাত্র ৩০ মিনিটে মতিঝিল এসেছি। যাত্রী হিসেবে এটা আমার দীর্ঘদিনের চাওয়া ছিল। আমার আগে ২ ঘণ্টা মিনিমাম লাগতো। বিকেলের যাত্রাটা চালু হলে সবার জন্য আরও ভালো হবে।
আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত, সকালে ৩ ঘণ্টা চলে এটি। এই সূচি থাকবে, আগামী ৩ মাস। তবে আগারগাঁও-উত্তরা রুটে চলছে রাত ৮টা পর্যন্ত।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, আগারগাঁও-মতিঝিল রুটে আপাতত ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল—এই তিন স্টেশনে মেট্রোরেল থামবে। বিজয় সরণি, কারওয়ান বাজার, শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি—এই চার স্টেশন আগামী তিন মাসের মধ্যে পর্যায়ক্রমে চালুর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে টিএসসি স্টেশন আগে চালুর সম্ভাবনা রয়েছে। এরপর কারওয়ান বাজার স্টেশন চালু হতে পারে।