শ্রীলঙ্কার বিপক্ষে আগামীকাল সোমবার দিল্লিতে মাঠে নামবে বাংলাদেশ দল।
তার আগে আজ রবিবার দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন চন্ডিকা হাথুরুসিংহে।
চলমান বিশ্বকাপে ব্যর্থতার প্রশ্নে টাইগারদের প্রধান এই হাথুরুসিংহে বললেন, ‘আমার আসল কাজ শুরু হবে বিশ্বকাপের পরে। আগের সাত মাসে কিছুই করার ছিল না।’
চলমান বিশ্বকাপে কঠিন সময় পার করছে বাংলাদেশ দল। সাত ম্যাচের মধ্যে কেবল একটি জেতায় এরই মধ্যে তারা বাদ পড়েছে সেমিফাইনালের দৌড় থেকে।
সেরা আট দলের ভেতর থাকা নিয়েই এখন শঙ্কা। সেটা না থাকতে পারলে বাংলাদেশ খেলতে পারবে না ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি।