ভারতে চলমান ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে কোনো বল খেলার আগেই টাইম আউট হয়ে গেছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে টাইম আউট হলেন ডানহাতি এই ব্যাটার।
সোমবার (৬ নভেম্বর) দিল্লিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৭২ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলেছিল শ্রীলঙ্কা। এরপর চতুর্থ উইকেট জুটিতে দারুণ ব্যাটিং করছিলেন চারিথ আসালঙ্কা-সাদিরা সামারাবিক্রমা জুটি।
তাদের পঞ্চাশোর্ধ্ব জুটিতে লড়াই জমিয়ে তুলছিল শ্রীলঙ্কা। কিন্তু তারপরই সাকিবের বলে বেরিয়ে এসে তুলে মারতে গিয়ে ডিপ মিডউইকেটে মাহমুদউল্লাহর হাতে ধরা পড়েন সামারাবিক্রমা। এরপর ঘটে গেছে নজিরবিহীন এক ঘটনা।
সাদিরা সামারাবিক্রমা আউট হওয়ার পরও শ্রীলঙ্কার কোনও ব্যাটারের মাঠে নামার খবর নেই। ক্রিকেটে সাধারণত এক ব্যাটার বের হতে হতেই আরেকজন মাঠে ঢোকেন। কিন্তু অ্যাঞ্জেলো ম্যাথুজকে অলসভাবে মাঠে ঢুকতে দেখা গেছে। তারপর হেলমেট স্ট্র্যাপে সমস্যা বুঝতে পেরে তা বদলে আনতে বলেন তিনি।
তখনও তাকে ক্রিজে পৌঁছাতে না দেখে তার বিরুদ্ধে আম্পায়ারের কাছে টাইমড আউটের আবেদন করেন সাকিব। ম্যাথুজকে আউটের সিদ্ধান্ত জানান আম্পায়াররা। সমস্যার কথা তুলে ধরে তাদেরকে লঙ্কান ব্যাটার বুঝালেও মন গলেনি।
আপিল তুলে নিতে সম্ভবত সাকিবদের কাছেও শরনাপন্ন হন ম্যাথুজ। বাংলাদেশ তাদের সিদ্ধান্তে অটল ছিল। কোনও বলের মুখোমুখি না হয়ে হতাশায় প্যাভিলিয়নে ফেরেন ম্যাথুজ। আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথমবার এমন আউটের ঘটনা ঘটলো।
আইসিসির নিয়ম অনুযায়ী, একজন ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ার পর পরবর্তী ব্যাটসম্যানকে ৩ মিনিটের মধ্যে খেলার জন্য প্রস্তুত হতে হবে। কিন্তু ম্যাথুস সেটি হতে পারেননি। ধারাভাষ্যে বলা হচ্ছে, বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে তাঁকে টাইম আউট দিয়েছেন আম্পায়াররা।