মোঃ আব্দুস সালাম-চিরিরবন্দর ( দিনাজপুর ) প্রতিনিধি :
দিনাজপুর চিরিরবন্দর উপজেলার ১০নং পুনটি ইউনিয়নের কেশবপুর হতে দোয়াপুর যাওয়ার রাস্তার মাঝখানে কালভার্টের মাঝস্থানে ভেঙ্গে যাওয়ায় এলাকাবাসীর চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসীরা দ্রুত ওই কালভার্টটি পূণসংষ্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী জানিয়েছেন।
শুধু তাই নয় ঐ রাস্তাটি দীঘদিন ধরে ইট-খোয়া বিছিয়ে দিলেও এখন পর্যন্ত রাস্তায় পিচ পড়েনি। ইট-খোয়া বিছানোয় রাস্তাটিতে চলাফেরা করতে আরও বেশি কষ্ট হচ্ছে। কবে এই দুর্ভোগ কবে শেষ হবে, তা কারো জানা নেই ।
জানা গেছে , ওই সড়কের দুধারের পানি নিষ্কাশনের জন্য মাঝস্থানে কয়েক বছর আগে কালভার্টটি নির্মাণ করা হয়। কালভার্টটির নিম্নমানের কাজ করায়, কয়েক বছর যেতে না যেতেই কালভার্টটির মাঝখানে ভেঙ্গে যায়। এরপর থেকে ওই কালভার্টটির উপর দিয়ে ভারি যান চলাচল বন্ধ হয়ে যায়। কালভার্টটির কারণে চলেচলের অযোগ্য হয়ে পড়ে । এমনকি কৃষকরা মাঠ থেকে তাদের ধানসহ অন্যান্য শষ্য ঘরে তুলতে ওই সড়ক দিয়ে নিয়ে যেতে পারে না। ফলে তাদের চরম দূর্ভোগ পোহাতে হয়।
এ ব্যাপারে ১০নং পুনটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুর এ কামাল এর সঙ্গে কথা হলে তিনি জানান, এলাকাবাসীর যাতে দুর্ভোগ ও কষ্ট না হয়, আমার ব্যক্তিগত টাকা দিয়ে কালভাটটি মেরামত করে দিবো।