দুই বলে প্রয়োজন ১ রান। হাতে ১ উইকেট। সেই রান নিতে গিয়েই ভুল করলেন নাশরা সান্ধু। রানআউট হয়ে ফেরেন সাজঘরে। শ্বাসরুদ্ধকর লড়াই শেষে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় ওয়ানডে টাই হয়। ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে বাংলাদেশকে সিরিজে সমতায় ফেরান অধিনায়ক নিগার সুল্পতানা জ্যোতি।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (৭ নভেম্বর) টস জিতে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ১৬৯ রান করে বাংলাদেশ। তাড়া করতে নেমে সমান রানে পাকিস্তান অলআউট হলে ম্যাচ টাই হয়।
ফাহিমা খাতুনের বল মিস করেন নাশরা। বল চলে যায় গালির দিকে। নন-স্ট্রাইক প্রান্তে থাকা সাদিয়া ইকবাল রানের জন্য দৌড় দেন। ততক্ষণে দেরি করে ফেলেন নাশরা। বল কুড়িয়ে নন-স্ট্রাইক প্রান্তে পাঠান নিশিথা আক্তার সুমি। উইকেট ভাঙতে দেরি করেননি ফাহিমা।
সিরিজের প্রথম ম্যাচে জিতে এগিয়ে আছে পাকিস্তান। সিরিজ বাঁচানোর ম্যাচে টাই করে এখন সুপার ওভার খেলছে বাংলাদেশ। সুপার ওভারে বাংলাদেশের হয়ে বোলিং করেছেন নাহিদা আক্তার।
বিস্তারিত আসছে…