গাজীপুরে তৈরি পোশাক কারখানাসহ বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও আগুনে নেতৃত্ব দেওয়া ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিভিন্ন ভিডিও ফুটেজ ও ছবি দেখে তার বিরুদ্ধে নাশকতায় জড়িত থাকার প্রমাণ মিলেছে।
সোমবার তাকে রাজধানীর হাজারীবাগ থেকে গ্রেপ্তার করা হয়। তার নাম রিপন হোসেন। তিনি কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুব আলম জানান, পোশাক শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিকে পুঁজি করে সফিপুর ও কোনাবাড়ির একাধিক পোশাক কারখানায় রিপনের নেতৃত্বে আগুন দেওয়া এবং ভাঙচুর করা হয়। দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য তার নেতৃত্বে এসব অপরাধ করে পরিবেশ অস্থিতিশীল করে তোলার চেষ্টা করা হয়।
তিনি আরও জানান, তাকে আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে। একই সঙ্গে মঙ্গলবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের হলরুমে প্রেস ব্রিফিংয়ের এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।