মোঃ আব্দুস সালাম- চিরিরবন্দর ( দিনাজপুর ) প্রতিনিধি :
রাঙ্গামাটি পার্বত্য জেলার কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ ) ২৮ তম বিসিএস ( পুলিশ ) ক্যাডার কর্মকর্তা মারুফ আহমেদ পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন । মঙ্গলবার (৭ নভেম্বর) তিনি সহ পদোন্নতিপ্রাপ্ত ১৭৭ জন পুলিশ কর্মকর্তার নাম উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
উক্ত প্রজ্ঞাপনের তাঁকে উল্লিখিত পদে মারুফ আহমেদ কে পদোন্নতির তথ্য উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উক্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত দুটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের পদোন্নতি দেওয়া হয়।
আজ বুধবার ( ৮ নভেম্বর ) দুপুরের দিকে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মারুফ আহমেদ এর সঙ্গে মুঠোফোনে কথা হলে এক প্রতিক্রিযায় পদোন্নতির জন্য তিনি আল্লাহর দরবারে শোকরিয়া জ্ঞাপন করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়া তিনি রাঙ্গামাটি পার্বত্য জেলায় অতিরিক্ত পুলিশ সুপার থাকাকালীন সময়েও সাধারণ মানুষের কাছে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বলে নানা পদক্ষেপ নিয়ে প্রশংসিত হয়েছিলেন। রাঙ্গামাটি জেলাতেও তিনি ভিন্নধর্মী উদ্যোগ নিয়ে সবার নজর কেড়েছেন।
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মারুফ আহমেদের বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার নতুন বাজারে। তিনি ২৮ তম বিসিএস (পুলিশ) ব্যাচ ।