রাজধানীর ওয়ারীতে কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে প্রাইভেটকারে থাকা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। খবর পেয়ে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
বুধবার রাত সাড়ে ১১টা পর ওয়ারীর হাটখোলা সড়কের সামনে সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান গণমাধ্যমকে জানান, রাত ১১টা ৪৫ মিনিটের দিকে সংবাদ পেয়ে ফায়ারসার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার কাজের জন্য যায়।
ওয়ারী থানার পরিদর্শক (তদন্ত) মুজিবুর রহমান জানান, উদ্ধার কাজ শেষ হলে বিস্তারিত বলা যাবে।