নাটোর প্রতিনিধি:
বিএনপি’র ডাকা অবরোধ উপেক্ষা করে গাড়ি নিয়ে সড়কে বের হওয়া বাস-ট্রাক সহ সকল ধরণের দূরপাল্লার যানবাহনের চালক ও হেলপারদের শুভেচ্ছা জানান বনপাড়া পৌরসভার মেয়র কেএম জাকির হোসেন। শুভেচ্ছা জানানোর সময় তিনি রজনীগন্ধা ফুল ও খাবারের প্যাকেটও তুলে দেন চালক-হেলপারদের হাতে।
আসন্ন সংসদ নির্বাচনে নাটোর -৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী পৌর মেয়র কেএম জাকির হোসেন বুধবার ও বৃহস্পতিবার দিনব্যাপী বনপাড়া-রাজাপুর ও বনপাড়া-কাছিকাটা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আওয়ামীলীগ সরকারের উন্নয়নমূলক লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন ও পাশাপাশি দূরপাল্লার যানবাহনের চালক-হেলপারদের হাতে এই ফুল ও খাবার তুলে দেন। এ সময় তার সাথে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মেয়র জাকির জানান, বিএনপি ঘোষিত এই অবান্তর অবরোধ যারা মানছে না তারা সত্যিই দেশ প্রেমিক। দেশের অর্থনৈতিক চাকা সচল করে রাখতে যারা এ সব অবরোধ উপেক্ষা করে জনগণের কল্যাণে কাজ করছে তাদের জন্য এই ক্ষুদ্র শুভেচ্ছা ও উপহার পৌঁছে দিলাম।