মোঃ আব্দুস সালাম - চিরিরবন্দর ( দিনাজপুর ) প্রতিনিধি :
দিনাজপুর ৪ আসনের সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী বলেন , বর্তমান সরকার কৃষি-বান্ধব সরকার। আমরা কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করে যাচ্ছি। তারই অংশ হিসাবে প্রণোদনার আওতায় সার ও বীজ বিতরণ, ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্র সরবরাহ কার্যক্রম অব্যাহত রেখেছি। প্রধান অতিথি আরো বলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেখে যাওয়া লাল-সবুজের বাংলার মানুষদের নিরাপদ আশ্রয় হচ্ছে মানবতার মা জননেত্রী শেখ হাসিনা।
আজ এ দেশের পিছিয়ে পড়া অসহায় মানুষদের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় সরকারী ভাবে সুবিধা প্রদান করা হচ্ছে। বর্তমান দেশের কোন মানুষই শেখ হাসিনার ভালাবাসার উপহার পাওয়া থেকে বঞ্চিত হননি। তাই রক্তের বিনিময়ে পাওয়া এই বাংলাকে নিরাপদ রাখতে হলে, মায়ের ভালোবাসায় ঘেরা নিরাপদ বেষ্টনীতে থাকতে হলে এবং দেশের সার্বিক উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে আগামীতেও বঙ্গবন্ধুর প্রতিক, উন্নয়নের প্রতিক নৌকায় ভোট দেওয়ার কোন বিকল্প নেই। তাই আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনার হাতকে আবারো শক্তিশালী করতে তিনি সবাইকে নৌকায় ভোট দেওয়ার প্রতি আহবান জানান।
শনিবার (১১ নভেম্বর ) ১২ টার দিকে উপজেলা পরিষদের মাঠে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ এ কে এম শরীফুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি উপরোক্ত কথা গুলো বলেন- স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার জোহরা সুলতানা শারমিন, আরো বক্তব্য রাখেন, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম সরকার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ বজলুর রশিদ প্রমুখ । অনুষ্ঠানে আওয়ামী লীগের সর্বস্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলার ১২ টি ইউনিয়নে ৫ হাজার ৫০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে বিনা মূল্যে সার ও শীতকালিন পিঁয়াজ, মুগ, মসুর, খেসারি, গম, ভুট্টা, সরিষা, সূর্যমূখী, চিনাবাদামসহ বিভিন্ন ধরনের বীজ বিতরণ করা হয় ।
এর আগে প্রধান অতিথি ৫ কোটি ৬৬ লাখ ৭৮ হাজার টাকা ব্যয় চিরিরবন্দর নব নির্মিত উপজেলা কমপ্লেক্সে সম্প্রসারিত প্রসাশনিক ভবন ও হল রুমের শুভ উদ্বোধন করেন।