চট্টগ্রাম জেলার রাংগুনিয়া উপজেলার মরিয়ম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল আজ ১৯ নভেম্বর, রবিবার সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শায়লা শরমিন। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: মঈন উদ্দীন।
সিনিয়র শিক্ষক মোহাম্মদ শাহ শাওনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই বিদায় ও দোয়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন শিক্ষকবৃন্দ যথাক্রমে কাজী আবু মোহাম্মদ খালেদ নিজাম, খোরশেদ আলম, পারভীন আকতার, এস মাহান, সায়মা আকতার রুমি, বিবি আমেনা মুক্তা, নুসরাত সুলতানা রুমি ও প্রিয়াংকা বড়ুয়া। প্রধান অতিথি মো: মঈন উদ্দীন এবং অনুষ্ঠানের সভাপতি শায়লা শরমিন তাদের বক্তব্যে শিক্ষার্থীদের ভাল করে পড়ালেখা করা, মা-বাবা ও শিক্ষকদের সম্মান করার উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য দোয়া মাহফিল পরিচালনা করেন সিনিয়র শিক্ষক খোরশেদ আলম।