অস্ট্রেলিয়ার বিপক্ষে রীতিমতো উড়ে গিয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষের মাঠে কোনো পাত্তাই পায়নি হাভিয়ের কাবরেরার দল। ৭-০ গোলে হারের সেই দুঃসহ স্মৃতি ভুলে এবার ঘুরে দাঁড়াতে চান জামাল ভূঁইয়া। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সেই বার্তাই দিলেন বাংলাদেশ অধিনায়ক।
বিশ্বকাপ বাছাইয়ের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে ‘আই’ গ্রুপের তলানিতে এখন বাংলাদেশ। ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। লেবানন ও ফিলিস্তিনের পয়েন্ট ১। এমন অবস্থায় ঘুরে দাঁড়ানো ছাড়া আর কোনো পথ খোলা নেই বাংলাদেশের সামনে।
অস্ট্রেলিয়ার দুঃস্বপ্ন কাটিয়ে ওঠার ভালো সুযোগ আছে বাংলাদেশের সামনে। তবে প্রতিপক্ষ শক্তিশালী লেবানন। বসুন্ধরা কিংস অ্যারেনায় মঙ্গলবার (২১ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৬টায় অতিথিদের মুখোমুখি হবেন জামাল ভূঁইয়ারা।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসেছিলেন অধিনায়ক জামাল। তার মতে, লেবানন কঠিন প্রতিপক্ষ হলেও বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আছে। অধিনায়কের বিশ্বাস, এই গ্রুপ থেকে ভালো একটা ফলাফলই নিয়ে আসবে তার দল।
তিনি বলেন, ‘ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আছে আমাদের। এখনও পাঁচটা ম্যাচ আছে। আমাদের লক্ষ্য হচ্ছে দ্বিতীয় পজিশন। দেশের মানুষের এবং সমর্থকদের পাশে চাই। আমি জানি, এ ধরনের ম্যাচ কঠিন, কিন্তু আমাদের বিশ্বাস রাখতে হবে; তা না হলে সেটা দলের জন্য কঠিন হয়ে উঠবে। নিজেদের প্রতি বিশ্বাস আছে আমাদের, বিশ্বাস করি এই গ্রুপে কিছু একটা করতে পারব আমরা। আমার নিজের বিশ্বাস আছে, এই দলটিই গত ছয়-সাত মাস ভালো পারফর্ম করেছে, ভবিষ্যতেও এরা ভালো করবে।’
জামাল আরও বলেন, ‘কোচও বলেছেন আমরা তিন দিন আগে এসেছি। রিকভারি করেছি। অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে আলাপ করেছি। এখন আমাদের ওই ম্যাচটা ভুলে যেতে হবে। এগিয়ে যেতে হবে। কেননা, আমি মনে করি, বিশেষ করে লেবানন ও ফিলিস্তিন ম্যাচে আমরা পয়েন্ট নিতে পারি। ওরা আমাদের চেয়ে অত দূরের দল নয়। আমরা এরই মধ্যে লেবাননের বিপক্ষে খেলেছি। আমরা সবাই আগামীকাল চেষ্টা করব (ভালো কিছুর জন্য)।’
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে লেবানন। মুখোমুখি লড়াইয়েও দেশটির সঙ্গে ভালো অভিজ্ঞতা নেই বাংলাদেশের। তবুও আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে চাইছেন অধিনায়ক, ‘সত্যি বলতে মালদ্বীপ একটা পর্যায়ের দল, লেবানন আরেকটু উপরের দল। আমার নিজের বিশ্বাস আছে…মানুষ মনোযোগ দেয় শেষ ম্যাচের দিকে, আমাদের ফোকাস লেবানন ও ফিলিস্তিন ম্যাচের দিকে। এমনকি অস্ট্রেলিয়া ম্যাচের আগেও আমরা বলেছি, আমাদের মূল দৃষ্টি এই দুই প্রতিপক্ষ নিয়ে। সত্যি বলতে কালকের ম্যাচটি…কাল যদি জিততে পারি, তাহলে আমরা টেবিলে দ্বিতীয় স্থানে উঠে যাব, তখন কেউ অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে কথা বলবে না।’