আনোয়ার হোছাইন ঈদগাঁও,কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় মৃত মা হাতি উদ্ধার হয়েছে। হাতিটি হত্যার শিকার,না স্বাভাবিক মৃত্যুর হয়ছে এ নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে।
২৪ নভেম্বর (শুক্রবার)সকালে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়াঘোনা ও মধ্যম শিয়া পড়ার মধ্যবর্তি স্থানে হাতির মৃত দেহটির সন্ধান মিলে।
স্থানীয়রা জানান , তারা হঠাৎ উক্ত স্থানে হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বন বিভাগকে সংবাদ দেয়।পরে বনবিভাগের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ময়না তদন্তের নমুনা সংগ্রহ করে তখনই পুঁতে ফেলার ব্যবস্থা করেন।স্থানীয় ইউপি সদস্য আবদুল হাকিমও মৃত হাতির দেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।
কক্সবাজার উত্তর বন বিভাগের ভোমরিয়া ঘোনা রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন খান জানান, মৃত মা হাতিটির বয়স ৪০ উর্ধ হতে পারে। মা হাতিটির মৃত্যু সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ভেটেরিনারি সার্জন দ্বারা ময়না তদন্ত করে হাতিটির শরীরে কোনো জখমের চিহ্ন পাওয়া যায়নি। অধিকতর তদন্তের জন্য ডুলহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জনকে ডেকে আনা হয়। তদন্তের স্বার্থে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।
তিনি আরো জানান,মা হাতিটির বয়স বেশি হয়েছে। এ কারণেই মৃত্যু হতে পারে। অনেকে ধারণা করছে খাদ্যের অভাবেও মৃত্যু হতে পারে। লোকালয়ে প্রবেশ করে মারা গেছে। ময়না তদন্ত রিপোর্টে হত্যার কোনো আলামত পাওয়া গেলে তদন্ত পূর্বক জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে সচেতন মহলের আশংকা, সম্প্রতি বন এলাকার গভীর জঙ্গলে সংশ্লিষ্ট বনবিভাগকে ম্যানেজ করে কূল বাগানসহ কাঁটা তারের ঘেরা দিয়ে দিন দিন বিশাল বনভূমি দখলে নিয়েছে।যার কারণে একদিকে বন এলাকায় হাতির বিচরণস্থল সংকোচিত হচ্ছে, অপরদিকে বনে খাবার সংকট দেখা দেয়ায় খাদ্যের খোঁজে লোকালয়ে প্রবেশ করতে গিয়ে একদিকে খাদ্যের সংকট অপরদিকে এসব কাঁটা তারে আহত হয়ে ক্রমশ মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে।