রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি :
“নারীর প্রতি সহিংসতা রুখতে ,গড়ে তোলো একতা” এ শ্লোগানকে সামনে নিয়ে শনিবার সকাল ১১টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বাদাবন সংঘের আয়োজনে ও নকশীকাঁথার বাস্তবায়নে আন্তর্জাতিব নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদ্যাপন উপলক্ষে র্যালী ও মানববন্ধনের আয়োজন করা হয়।
র্যালী শেষে শ্যামনগর উপজেলা প্রেসকাব চত্তরে নকশীকাঁথার সভাপতি ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহানা হামিদের সভাপতিত্বে ও নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, শ্যামনগর উপজেলা প্রেসকাবের সভাপতি জি এম আকবর কবীর, সাংবাদিক রনজিৎ বর্মন, সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, সাংবাদিক শেখ আফজাল হোসেন, ইউপি সদস্য নিপা চক্রবর্তী, এনজিও সমন্বয় পরিষদের সম্পাদক গাজী আল ইমরান, সাবেক ইউপি সদস্য লতিফা বেগম ঝর্ণা, সাবেক ইউপি সদস্য দেলোয়ারা বেগম, মরমীর সভাপতি প্রতিমা রানী মিস্ত্রী, উত্তরণ শ্যামনগরের ম্যানেজার নাজমা আক্তার, জয়িতা নারী প্রতিবন্ধী নারী সংগঠনের পরিচালক অষ্টমী মালো প্রমুখ।
বক্তারা নারী পুরুষ সম মর্যাদা দান, পারিবারিক নির্যাতন বন্ধ, বাল্য বিবাহ বন্ধ সহ অন্যান্য বিষয়ে বক্তব্য রাখেন।