মীর ফারুক হোসন, শার্শা (যশোর) প্রতিনিধি :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ আসনে মনোনয়নে নতুন নেতৃত্বে নয় পুরাতন নেতৃত্বে আস্থাশীল আওয়ামী লীগ। সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে পঞ্চম বারের মতো নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি শেখ আফিল উদ্দিন।
তরুণ নেতৃত্ব বেনাপোল পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটন,যশোর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নবী নেওয়াজ মুজিবদৌলা কনক, কেন্দ্রীয় যুবলীগের সদস্য নাজমুল হাসান ও শাহজান আলী গোলদার নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
যশোর-১ সংসদীয় আসনটি ভারতের সীমান্তবর্তী দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল পোর্ট এ আসনে অবস্থিত।০২ টি থানা,০১ টি পৌরসভা,১১টি ইউনিয়ন নিয়ে সংসদীয় আসনটি গঠিত। এই কারণে সকল দলের কাছে এই আসনটি অত্যন্ত মর্যাদার
বিগত ১১ টি জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে আওয়ামী লীগের থেকে-০৬ বার,বিএনপি থেকে-০৩ বার, জাতীয় পার্টি থেকে-০১ বার ও জামায়াত ইসলামী থেকে-০১ সংসদ সদস্য নির্বাচিত হয়েছে।
বিগত ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে ২ লক্ষ ৯হাজার ৩ ভোট পেয়ে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগের নৌকার প্রার্থী শেখ আফিল উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির কেন্সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি তিনি ভোট পেয়েছিলেন ৪৮০২ ভোট এবার এই আসনে সর্বমোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৬৩ হাজার ৫৬৪ জন এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৩১ হাজার ৫০৯ ও নারী ভোটার ১ লক্ষ ৩২ হাজার ০৫৫ জন প্রধান বিরোধীদল বিএনপি নির্বাচন বর্জন করায় আসনে বিএনপির কোন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেননি। জাতীয় পার্টি থেকে আখতারুজ্জামান আক্তার মনোনয়নপত্র সংগ্রহ করেছে।অন্য কোন দল থেকে মনোনয়নপত্র সংগ্রহের খবর পাওয়া যায়নি।