রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ হতে পদত্যাগ করেছেন।
২৭ নভেম্বর স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর তিনি ব্যক্তিগত কারণে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ হতে পদত্যাগ পত্র জমা দেন।
স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব ড.মাসুরা বেগম স্বাক্ষরিত এক পত্রে জানা যায়, পদত্যাগ পত্রটি গ্রহণ করা হয়েছে এবং শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদটি শূণ্য ঘোষণা করা হয়েছে ২৭ নভেম্বর। চিঠিতে বলা হয়েছে উপজেলা পরিষদ আইন, ১৯৯৮(উপজেলা পরিষদ (সংশোধন)আইন, ২০১১) এর ১২(১) ধারা অনুযায়ী পদত্যাগ করেছেন। বর্ণিত উপজেলা পরিষদ চেয়ারম্যান পদত্যাগ করায় একই আইনের ১২(১) ধারা অনুযায়ী পদত্যাগ পত্র গ্রহণ করা হলো এবং পদটি শূণ্য ঘোষণা করা হলো।
উল্লেখ্য যে, সাতক্ষীরা-৪ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামীলীগের প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছেন। ২০১৯ সালের ২৪ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়নে নৌকা প্রতিকের প্রার্থী হিসাবে তিনি জয় লাভ করেন।