আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে নির্বাচনে লড়বেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ এ কে ইকরামুজ্জামান।
সোমবার (২৭ নভেম্বর) বিকেলে ইকরামুজ্জামানের পক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মো. বকুল মিয়া নামের একজন। জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. কাউসার আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সকালে বিস্ফোরক আইনের মামলায় হাজিরা দিতে আদালতে যান তিনি। শুনানি শেষে তাকে জামিন দেন আদালত। তার জামিন ও নির্বাচনে অংশ নেয়ার বিষয় নিশ্চিত করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও নাসিরনগর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন।
আরএকে সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইকরামুজ্জামান রাজনীতির পাশাপাশি নাসিরনগর এলাকার বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজের সাথে যুক্ত আছেন।
অপরদিকে, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বর্তমান সংসদ সদস্য বি এম ফরহাদ হোসেন। তিনি আওয়ামী লীগ থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন।