মোঃ আব্দুস সালাম-চিরিরবন্দর ( দিনাজপুর ) প্রতিনিধি :
অ্যান্টিবায়োটিক ব্যবহারে সচেতন হই , সকলে মিলে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চিরিরবন্দরে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৩ পালিত হয়েছে ।
সোমবার ( ২৭ নভেম্বর) বেলা ২ টায় এ সপ্তাহ উপলক্ষে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে র্যালি পরবর্তী সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানভীর হাসনাত রবিন সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা শারমিন , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহি , উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম.জি. এম. সারোয়ার হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা , উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু প্রমুখ।
আলোচনা সভায় ডাক্তারদের অনুমতি ছাড়া রোগীদের এন্টি বায়োটিক ওষধ ব্যবহার ও ওষুধের দোকানগুলোতে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটি ওষুধ বিক্রি নিষিদ্ধ করাসহ এর ভয়াবহতা সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।