রাজশাহী প্রতিনিধি :
রাজশাহীতে অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল করে যাওয়ার সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে বিএনপির নেতাকর্মীরা। বুধবার (২৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে নগরীর রেলগেট এলাকায় ওই বোমা হামলায় আহত হয়েছেন দুইজন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- নগরীর হেতেমখা এলাকার ব্যাটারিচালিত অটোরিকশা চালক আব্দুল জলিল (৫৫) ও অটোরিকশা যাত্রী মেহেরপুর জেলার আবুল বাশার (৩৮)।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শংকর কুমার দে জানান, বোমাটি আব্দুল জলিলের শরীরের ওপর বিস্ফোরিত হয়। এতে তার শরীরে প্রচুর পরিমাণ স্প্লিন্টার লাগে। এছাড়াও আবুল বাশারের বাম চোখে কয়েকটি স্প্লিন্টার লেগেছে। ওই চোখে বড় ধরনের ক্ষত হয়েছে। তিনি ওই চোখের দৃষ্টি হারাতে পারেন বলেও শঙ্কা চিকিৎসকদের।
আহত বাশার রেলের সৈয়দপুর কারখানার খালাসী হিসেবে কর্মরত। রাতে পশ্চিমাঞ্চল রেলের জিএম অসীম কুমার তালুকদার তাকে দেখতে রামেক হাসপাতালে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে জানান, এ বিস্ফোরণে বাশারের বাম চোখের আই বল থেঁতলে গেছে, এ ধরনের ক্ষেত্রে রোগী সুস্থ হবার ১০ শতাংশ সম্ভাবনা থাকে। ফলে তাকে দ্রুত উন্নত চিকিৎসা দিতে ঢাকায় নিতে বলা হয়েছে।
বোয়ালিয়া মডেল থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, দুপুর দেড়টার দিকে নগরীর নিউমার্কেট এলাকা থেকে বিএনপির ব্যানারে অবরোধের সমর্থনে ২০ থেকে ২৫ জন যুবকের একটি দল মিছিল বের করে। মিছিলের ব্যানারে খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়াও মাঝে বিএনপি নেতা নাসির হোসেনের ছবি ছিল। মিছিলটি ঘটনাস্থলের কিছুদূর গিয়েই শেষ হয়। এরপর তারা হাতবোমার বিস্ফোরণ ঘটাতে ঘটাতে রেলগেট হয়ে চলে যায়। এ সময় একটি বোমা অটোরিকশায় গিয়ে পড়ে। এতে আহত হন চালক আব্দুল জলিল ও যাত্রী আবুল বাশার। বোমার আঘাতে অটোরিকশার সামনের গ্লাস ভেঙে যায়।
ওসি বলেন, খবর পেয়ে দ্রুত সেখানে পুলিশ যায় এবং ওই এলাকায় অভিযান চালায়। ওই সময় পুলিশ রেলগেট এলাকা থেকে তিনজনকে আটক করে। এর আগে মিছিলের প্রস্তুতির সময় অলকার মোড় এলাকা থেকে আরও তিনজনকে আটক করা হয়।